• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

হঠাৎ ব্যাংকের কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা খরচ অস্বাভাবিক বেড়েছে

হঠাৎ ব্যাংকের কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা খরচ অস্বাভাবিক বেড়েছে

দেশে পাঁচ মাসের বেশি সময় ধরে বৈদেশিক মুদ্রাবাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। ডলার বিক্রিসহ নানা পদক্ষেপ নিয়েও ডলারের দামের অস্থিরতা থামাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে ক্রেডিট কার্ডে অস্বাভাবিক লেনদেন বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ আরও বাড়ছে। তারপরও বিদেশ ভ্রমণে কার্ডে ডলার নিয়ে যাওয়ার বিষয়টিকে বাংলাদেশ ব্যাংক উৎসাহিত করছে। তবে কেউ কার্ডে থাকা ডলার প্রয়োজন ছাড়া খরচ করছে কিনা সেটি নজরদারি করা হচ্ছে। সম্প্রতি কয়েকটি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে সীমার বেশি লেনদেনের প্রমাণ পায় ২৭ ব্যাংকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। যদিও ব্যাংকগুলো জানিয়েছে,  করোনার পর চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় ক্রেডিড কার্ডে লেনদেন বেড়েছে। এ ছাড়া কার্ডে কম খরচে ডলার নেওয়ার সুযোগ থাকায়ও এ জাতীয় লেনদেন বাড়তে পারে। 

১২:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার